শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের ভার্চুয়াল বৈঠকে সাতক্ষীরার ১১ মনোনয়নপ্রত্যাশী

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১২:০২ পিএম
তারেক রহমানের ভার্চুয়াল বৈঠকে অংশ নিলেন সাতক্ষীরার ১১ জন মনোনয়নপ্রত্যাশী। ছবি: এনপিবি
expand
তারেক রহমানের ভার্চুয়াল বৈঠকে অংশ নিলেন সাতক্ষীরার ১১ জন মনোনয়নপ্রত্যাশী। ছবি: এনপিবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে সাতক্ষীরার চারটি আসনের ১১ জন মনোনয়নপ্রত্যাশী অংশ নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম।

এর আগে, সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় শুরু হয় বরিশাল ও খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের এই বৈঠক। পরে সন্ধ্যা ৬টায় খুলনা ও সিলেট বিভাগের নেতারা যুক্ত হন ভার্চুয়াল প্ল্যাটফর্মে।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে বৈঠকে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) থেকে অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক রহমত উল্লাহ পলাশ, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সাবেক সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ (পদ স্থগিত), এবং সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতী।

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে বৈঠকে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলম, কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন, এবং আয়ুব হোসেন মুকুল।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) এই আসন থেকে যুক্ত হন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান এবং শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার আব্দুল ওয়াহেদ।

জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সঙ্গে কথা বলেছেন। দুই-এক দিনের মধ্যে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। যিনি একক প্রার্থী হিসেবে গ্রিন সিগন্যাল পাবেন, তাঁকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে বলেন, আসন্ন নির্বাচনে বিজয়ী হতে দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি বিএনপির ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

পরে রাত ৮টায় ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গেও ভার্চুয়ালি বৈঠক করেন তারেক রহমান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন