

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জাকির উদ্দিনের হাত কেটে নেওয়ার হুমকি ও শারীরিক লাঞ্ছনার অভিযোগ উঠেছে জেলা বিএনপির সদস্য কামরুল হাসান মাসুদের বিরুদ্ধে।
সোমবার (২৭ অক্টোবর) রাতে পৌরসভা ভবনের নির্বাহী প্রকৌশলীর কক্ষে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ঘটনাটি প্রকাশ্যে ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ পৌরসভা কার্যালয় পরিদর্শন করে। এ বিষয়ে পৌরসভার পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ফেনী পৌরসভার উন্নয়নকাজ নিয়ে প্রকৌশলী জাকির উদ্দিন ও ঠিকাদার কামরুল হাসান মাসুদের মধ্যে বিরোধ দেখা দেয়।
সম্প্রতি রাজধানীর ঠিকাদারি প্রতিষ্ঠান পিডিএল ফেনী পৌরসভার বিশ্বব্যাংক-অর্থায়িত প্রায় ২৯ কোটি টাকার একটি প্রকল্পের কাজ পায়। সোমবার সন্ধ্যায় ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সইয়ের সময় মাসুদ প্রকৌশলীর কক্ষে প্রবেশ করে তর্কে জড়িয়ে পড়েন।
এক পর্যায়ে তিনি চুক্তি সই না করতে চাপ দেন এবং চুক্তিতে স্বাক্ষর করলে প্রকৌশলীর হাত কেটে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। এরপর টেবিলে থাকা ল্যাপটপ ও ফাইল ছুড়ে মারেন এবং প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন বলেন, বিশ্বব্যাংক-অর্থায়িত কয়েকটি প্রকল্প ফেনী পৌরসভায় আনার জন্য আমরা চেষ্টা করছি। এরই অংশ হিসেবে পিডিএল প্রতিষ্ঠানটি কাজের অনুমোদন পায়। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার মাসুদ আমার অফিসে ঢুকে অপদস্থ করে ও হাত কেটে নেওয়ার হুমকি দেয়।
তিনি আরও জানান, বিশ্বব্যাংকের প্রকল্পগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যতে ফেনীর জন্য আরও বড় বরাদ্দ পাওয়া সম্ভব হবে।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে কামরুল হাসান মাসুদ বলেন, আমার প্রায় ২ কোটি টাকার চলমান কাজ রয়েছে। বিল উত্তোলনের সময় প্রকৌশলী ঘুষ দাবি করেন। আমি অস্বীকার করায় তিনি বিল আটকে দেন। এর জেরে কথা কাটাকাটি হয়েছে, তবে ল্যাপটপ ছোড়া বা হুমকির ঘটনা সত্য নয়।
ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন জানান, পিডিএলের চুক্তির সময়কার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, বিএনপি করে কেউ অন্যায় করলে তার দায় দল নেবে না। আমরা বিষয়টি কেন্দ্রীয় দপ্তরে জানিয়েছি এবং পৌরসভাকে আইনগত ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছি।
ফেনী মডেল থানার ওসি মুহাম্মদ সামছুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন
