শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচ মিনিটের ব্যবধানে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৮:৩১ এএম
expand
পাঁচ মিনিটের ব্যবধানে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

গাজীপুরের জয়দেবপুরে মোটরসাইকেল চুরির ঘটনা দিন দিন উদ্বেগজনকভাবে বাড়ছে। এরই মধ্যে উপজেলার শ্মশান মোড় সড়ক থেকে সময় টিভির চিত্র সাংবাদিক জুনায়েদ রুবেলের মোটরসাইকেল চুরি হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

চুরি হওয়া মোটরসাইকেলটি বাজাজ পালসার ব্র্যান্ডের ১৫০ সিসি, রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ল-১১-৪৮১০। ভুক্তভোগী জানান, বাসায় ঢোকার আগে তিনি মোটরসাইকেলটি নিচে রেখে যান। মাত্র পাঁচ মিনিট পর বের হয়ে দেখেন, সেটি উধাও। তিনি বলেন, এই সড়কে কয়েক দিনের ব্যবধানে একাধিক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে, এতে স্থানীয়রা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয় বাসিন্দা চঞ্চল খান বলেন, বারবার একই ঘটনা ঘটলেও আইন-শৃঙ্খলা বাহিনী নীরব দর্শকের ভূমিকায় রয়েছে। এখন পর্যন্ত চুরি হওয়া কোনো মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয়নি। আরেক বাসিন্দা হাসিব খান ক্ষোভ প্রকাশ করে বলেন, নিজ বাড়িতেও যদি আমরা নিরাপদ না থাকি, তবে যাব কোথায়? শুধু মোটরসাইকেল নয়, বাড়িতে ঢুকে চুরির ঘটনাও আশঙ্কাজনকভাবে বাড়ছে। কর্তৃপক্ষের উদাসীনতাই এর মূল কারণ বলে তিনি মনে করেন।

এ বিষয়ে জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, চুরির খবর পাওয়ার পরপরই একটি বিশেষ টিম মাঠে নামানো হয়েছে। পাশাপাশি সব স্টেশনে সতর্কবার্তা পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন