মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ-১ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোছাদ্দেক ভূঞা
expand
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোছাদ্দেক ভূঞা

কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোছাদ্দেক ভূঞা তাঁর মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কিশোরগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোছাদ্দেক ভূঞার মনোনয়ন প্রত্যাহার করা হবে।

বর্তমানে এ আসনে ১০ দলীয় জোটের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা হেদায়াতুল্লাহ হাদী এবং খেলাফতে মজলিসের প্রার্থী মাওলানা আহমদ আলী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এ কারণে জোটের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী যেকোনো একজনকে চূড়ান্ত প্রার্থী রাখার বিষয়ে আলোচনা করা হবে। অন্যথায় সমর্থনের প্রশ্নে জটিলতা সৃষ্টি হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে মঙ্গলবার দুপুরে অধ্যক্ষ মোছাদ্দেক ভূঞা তাঁর ব্যক্তিগত ফেসবুক পেইজে এক স্ট্যাটাসের মাধ্যমে মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। স্ট্যাটাসে তিনি লেখেন, দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-১ আসনে মাঠে কাজ করার সুযোগ পেয়েছেন। এ সময় তাঁর সঙ্গে যারা কাজ করেছেন, তাদের ত্যাগ ও সহযোগিতার জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও উল্লেখ করেন, ১০ দলীয় জোটের চূড়ান্ত আসন সমঝোতার ভিত্তিতে তিনি কিশোরগঞ্জ-১ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন না। জোটের সিদ্ধান্তই চূড়ান্ত এবং এ সিদ্ধান্তে আল্লাহর বরকত কামনা করেন তিনি।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ সিদ্ধান্তকে কেন্দ্র করে নানা আলোচনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই জোটের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X