মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় জামায়াত আমিরের মৃত্যুতে বিএনপির শোক

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১১:৫১ পিএম
জেলা জামায়াতের আমির আবুল হাশেম
expand
জেলা জামায়াতের আমির আবুল হাশেম

কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদানকালে জেলা জামায়াতের আমির আবুল হাশেমের মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপি।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার স্বাক্ষরিত এক শোকবার্তা প্রকাশ করা হয়।

শোকবার্তায় বলা হয়, জামায়াতে ইসলামী বাংলাদেশের কুষ্টিয়া জেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম আজ বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তাঁর মৃত্যুতে আমরা কুষ্টিয়া জেলা বিএনপি পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মনে করি, তাঁর মৃত্যুতে কুষ্টিয়াবাসী একজন সজ্জন রাজনীতিবিদকে হারালো।

এতে আরও বলা হয়,কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

এরআগে, সোমবার বিকেলে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য প্রদানকালে অসুস্থ হয়ে মারা যান অধ্যাপক আবুল হাশেম। তার আকস্মিক মৃত্যুতে কুষ্টিয়া জেলা ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X