

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা জেলা শাখার সদস্য পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- মেহেদী হাসান মিরাজ, আল নাঈম ও মিরাজ গাজী।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে সোনাডাঙ্গা থানাধীন নেসার উদ্দিন সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোনাডাঙ্গা মডেল থানাধীন নেসার উদ্দিন সড়কের বাসিন্দা শাহনাজ পারভীনের বাবা এস এম শফিকুল ইসলাম সানা ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য কয়েকদিন আগে কয়রা থেকে খুলনায় আসেন।
সোমবার দুপুরে তিন যুবক ওই বাড়িতে যান। তাদের একজন নিজেকে এনসিপির নেতা পরিচয় দিয়ে ঐ বাড়িতে আওয়ামী লীগের এক নেতা আত্মগোপনে রয়েছেন দাবি করেন ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
এ সময় তারা শাহনাজ পারভীন নামের ঐ নারী পরিস্থিতি বুঝতে পেরে সোনাডাঙ্গা থানা পুলিশকে বিষয়টি জানান। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়েছে। আটক তিনজনের মধ্যে মিরাজ নামের একজন নিজেকে এনসিপি খুলনা জেলা শাখার সদস্য বলে পরিচয় দিয়েছেন। তারা ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ ওঠেছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
