মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় সিএনজির ধাক্কায় প্রাণ গেল কৃষকের 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১১:২৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় সড়ক পারাপারের সময় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় রিয়াজ উদ্দিন সরকার (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে ভালুকা টু গফরগাঁও সড়কে উপজেলার ধীতপুর ইউনিয়নের টুংরাপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজ উদ্দিন ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের ধীতপুর-টুংরাপাড়া গ্রামের গিয়াস উদ্দিন সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় রিয়াজ উদ্দিন সরকার ভালুকা টু গফরগাঁও সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে সড়ক পার হচ্ছিলেন। এ সময় গফরগাঁওগামী একটি সিএনজি তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান আলী জানান, এক পথচারীকে ধাক্কা দিয়ে সিএনজিটি দ্রুত চলে যায় বলে জানিয়েছেন ওই উপ-পরিদর্শক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X