

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে সারা দেশে ছাত্র জনতার উপর যে আকাঙ্খা তৈরী হয়েছে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সেই আকাঙ্খাকে আমরা বাস্তবে রুপান্তর করতে পারিনি বলে মন্তব্য করেছেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আবু বাকের মজুমদার।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা ছাত্র শক্তির আয়োজিত হ্যাঁ যাত্রা অনুষ্ঠানে এই মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, সংস্কার প্রস্তাবনার মধ্যে দিয়ে আমরা বিশ্বাস করি আমরাদের যে আকাঙ্খা সেই আকাঙ্খা কিছুটা হলেও পরিবর্তন হবে। সেই আকাঙ্খা পূরণের লক্ষ্যে জাতীয় ছাত্রশক্তি তাদের কর্মসূচী পরিচালনা করছে এবং ১২ তারিখ পর্যন্ত যতক্ষণ না এই হ্যাঁ কে জয়যুক্ত করবে ততক্ষণ এই কর্মসূচী চলবে।
অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জাহিদ আহসান, পঞ্চগড় জেলা ছাত্রশক্তির আহ্বায়ক শাহাদাত হোসেন সাকিব, সদস্য সচিব মোজাহার হোসেন সেলিম সহ ছাত্রশক্তির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে হ্যাঁ যাত্রা উপলক্ষে জেলা অডিটোরিয়াম থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
মন্তব্য করুন
