মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক হলেন দেবেন্দ্র কলেজের জাফর ইকবাল 

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১১:০৫ পিএম
জাফর ইকবাল
expand
জাফর ইকবাল

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে মানিকগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিএনসিসি প্লাটুন প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) জাফর ইকবাল।

গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জেলা শিক্ষা অফিসার কার্যালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ পায় এই বিষয়টি।

তিনি দৌলতপুর উপজেলার তেরশ্রী ইউনিয়নের বহড়া গ্রামের কৃতি সন্তান। জানা গেছে, তার এলাকাসহ কর্মস্থলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এছাড়াও তিনি কলেজের শিক্ষক পরিষদ নির্বাচনে বিপুল ভোটে যুগ্ন সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে বিএনসিসি কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন বলে জানায় একাধিক শিক্ষার্থী।

তাদের একজন বিএনসিসি প্লাটুনের ক্যাডেট বিউটি আক্তার বাবলি বলেন, বিএনসিসিতে আসার পর স্যারের কাছ থেকে যা শিখেছি তা এখন চলার পথে অনেক কাজে লাগছে। যতবার ভুল হয়েছে ততবারই স্যার আমাদের সকলকে শিখিয়েছেন কিভাবে সফলতা আসে। এবং স্যারের এই প্রাপ্তিতে আমরা খুবই আনন্দিত।

এ ব্যাপারে তার কলেজের অধ্যক্ষ ও সহকর্মীসহ স্থানীয় শিক্ষানুরাগীরা আনন্দ প্রকাশ করেছেন এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X