মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পিরোজপুরে একটি হত্যা মামলায় ৬ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মুজিবুর রহমান এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— স্বপন ওরফে সোহেল মোল্লা (২৮), কাদের মোল্লা (৩৫), আবদুর রশীদ মোল্লা (৭০), ইরানী বেগম (২৫), সুফিয়া বেগম (৪৫) ও পুন্না বেগম। অপর আসামি রোজিনা বেগমকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে আবদুর রব মোল্লা, মন্নাফ মোল্লা ও মুনসুর মোল্লা বিচারাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২২ অক্টোবর পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার চণ্ডিপুর গ্রামে জমিজমা ও সুপারি পাড়া সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবু আকন (৪২) গুরুতর আহত হন। প্রথমে তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্বজন আবদুর জব্বার বাদী হয়ে পিরোজপুর আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।

পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আকন জানান, সেশন মামলা নং ৭/২০২০-এ দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ৬ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন। অপর আসামিকে খালাস দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X