মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ বেকারিকে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ পিএম
সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
expand
সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ারের নেতৃত্বে এবং সদরপুর থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি বেকারিকে জরিমানা করা হয়। এর মধ্যে আম্মাজান বেকারীকে ১০ হাজার টাকা, দোলা সুইটসকে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ বেকারীকে ১৫ হাজার টাকা এবং এমএস বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, ভোক্তা অধিকার রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X