

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


খুলনা জেলা পরিষদে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে দুদকের একটি টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দুদক কর্মকর্তারা খুলনা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারের কক্ষে ঘন্টাখানেকেরও বেশি সময় অবস্থান করেন। এ সময় তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইলপত্র ও দাপ্তরিক নথি পর্যালোচনা করেন।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার যোগদানের পর থেকে বর্তমান সময় পর্যন্ত জেলা পরিষদের আওতাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প, আর্থিক লেনদেন, প্রশাসনিক সিদ্ধান্ত ও অন্যান্য কার্যক্রম সংক্রান্ত সকল ফাইল দুদক কর্মকর্তারা যাচাই করেন।
সূত্র আরও জানায়, দুদক কর্মকর্তারা প্রয়োজনীয় কিছু নথির কপি সংগ্রহ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে তথ্য নেন।
এ বিষয়ে দুদকের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও, সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই এই অভিযান ও নথি যাচাই কার্যক্রম পরিচালিত হয়েছে।
অভিযানের ফলে জেলা পরিষদে কিছু সময়ের জন্য প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিলেও পরবর্তীতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।
মন্তব্য করুন
