মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১০:২৩ পিএম
অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
expand
অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নরসিংদীর পলাশ উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের গালীমপুর এলাকায় অবস্থিত অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পলাশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকীন মাশরুর খান। এসময় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের পরিদর্শক সমর কৃষ্ণ দাসসহ পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে পরিচালনার দায়ে মেসার্স ব্রাদার্স ট্রেডার্স নামের একটি ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করে আদায় করেন এবং তাৎক্ষণিকভাবে এর কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। একই অপরাধে মেসার্স বিসমিল্লাহ ব্রিক ফিল্ডকেও ১ লাখ টাকা জরিমানা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ বদরুল হুদা জানান, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X