মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

একটু ধাক্কা লাগলেই আমরা অতলে তলিয়ে যাবো: স্বাস্থ্য উপদেষ্টা 

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ পিএম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম
expand
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আমরা এখন খাদের কিনারায় চলে আসছি, একটু ধাক্কা লাগলেই আমরা অতলে তলিয়ে যাবো। তাই আমরা যেন অতলে তলিয়ে না যায়, আমাদের ভবিষ্যত প্রজন্মদের জন্য সুন্দর, মানবিক বাংলাদেশ রেখে যেতে পারি সেজন্য আমাদের চেষ্টা করতে হবে। বিভিন্ন দেশে আমাদের ছেলে মেয়েরা যাচ্ছে। তারা লাশ হয়ে ফিরে আসছে। আমার সন্তান কেনো আমার কাছে থাকবে না? আমরা আমাদের সন্তানদের নিজের কাছে রাখতে চাই ৷ তাদেরকে এই দেশে রাখতে হলে, একটি সুন্দর দেশ তাদেরকে উপহার দিতে হবে। তাই গোলাপি ব্যালট পেপারে যেখানে হ্যাঁ বলা আছে সেখানে একটা সীল দেওয়া। আপনাদের কাছে আমার এটাই চাওয়া।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ৷

তিনি আরও বলেন, আপনারা যদি অন্য কোনো ভোটের জন্য প্রার্থী হতেন, তাহলে ওই এলাকার যতো পরিচিত মানুষ আছে সবার কাছে ভোট চাইতেন৷ তেমনি রাষ্টের জন্য হ্যাঁ ভোট দিতে সবার কাছে আমাদের যেতে হবে, সবাইকে বুঝাতে হবে৷ হ্যাঁ তে ভোট প্রদানের জন্য যত ধরণের পদ্ধতি আছে, সকল পদ্ধতি খাটাতে হবে৷ তা হ্যাঁ এর জন্য যত বেশি ভোট আনতে পারব, আমরা মনে করব আমাদের কাজটা তত বেশি আগাতে পেরেছি।

উপদেষ্টা আরও বলেন, হ্যাঁ তে ভোট না দিলে, বাড়ি করার সময় চান্দাবাজ এসে বলবে, তোমার ইট বালু সিমেন্ট যা লাগে আমি দিচ্ছি। গাড়ি নিয়ে গেলেও চান্দা দিতে হবে। চান্দা দিতে আপনি বাধ্য থাকবেন ৷ বিচার ব্যবস্থা তো নাই আমাদের দেশে। গত দের বছরে বাংলাদেশের এমন কোন হাসপাতাল পায়নি যেখানে দূর্নীতির, অবহেলার অভিযোগ শুনিনি হাসপাতাল গুলোকে নিয়ে। । তবে এই ডাক্তার, নার্সরাই আমাদের সেবা দিয়েছে। তাই সিস্টেম টা পরিবর্তন করতে হবে।

এসময় জেলা প্রশাসক মো.আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান।

এ ছাড়াও সভায় জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা সিভিল সার্জন ডা.মো. নুরুল আমীন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ জনগণ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X