

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে চাইনিজ কুড়ালসহ এক সন্দেহভাজন কিশোরকে আটক করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় লোকজন তাকে আটক করে পরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন।
আটক কিশোরের নাম প্রীতম দাশ (২০)। তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গুণই গ্রামের বাসিন্দা এবং পরিমল দাশের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে প্রীতম দাশ হবিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনের রাস্তায় একটি দেশীয় চাইনিজ কুড়াল হাতে নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা তাকে আটক করে অস্ত্রটি জব্দ করেন এবং জেলা বিএনপির কার্যালয়ে রাখেন। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ও সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আটক কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছে অস্ত্র বহনের উদ্দেশ্য সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এমন ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা এ ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহল ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন
