মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের প্রসস্থকরণ কাজ দৃশ্যমান

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:২৮ পিএম
তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়ক
expand
তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়ক

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা হতে বগুড়া আঞ্চলিক মহাসড়কের সঙ্গে সরাসরি দ্রুত যোগাযোগ এগিয়ে নিতে নির্মাণ করা হচ্ছে প্রসস্থ করণ রাস্তা।

সড়কটি তৈরির উদ্দেশ্যে হলো সড়ক বিভাগের আঞ্চলিক মহাসড়কের বিকল্প রাস্তা নির্মাণ করে, মহাসড়কে ডাকাতি বন্ধ করা। প্রকল্পের উদ্দেশ্য সেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর গ্রামীণ জীবনযাত্রা উন্নয়নে সহজ করা।

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি) রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্ত করণ ও শক্তিশালী করণ প্রকল্পের আওতায়, সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার হেডকোয়ার্টার হতে কাটাগাড়ি জিসি পর্যন্ত ১৪ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ সহ শক্তিশালী করণের জন্য ট্রেন্ডার আহবান করা হয়।

এতে ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ১১ কিলোমিটার কাজ শুরু করে মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স লিমিটেড এবং ডিসেম্বর ২০২৪ সালে ৩ কিলোমিটার কাজ শুরু করে বরেন্দ্র কনষ্ট্রাকশন লিমিটেড। চুক্তি মূল্য ছিল যথাক্রমে ১৯ কোটি এবং ৬ কোটি টাকা।

সরজমিনে গিয়ে দেখা যায়, বরেন্দ্র কনষ্ট্রাকশন লিমিটেড অংশের স্টার্ক ইয়ার্ডে কিছু মালামাল রয়েছে। রাস্তায় ৩০ থেকে ৪০ জন মাটির কাজ করছে। অপরদিকে মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স লিমিটেড অংশে ৭শ থেকে ৮শ গাড়ি মালামাল মজুদ করেছে। রাস্তায় ফাটানোর কাজ চলছে, খুঁটি ঢালাই চলছে, খুঁটি পোতাও চলছে। ট্রাকে করে মাটি আসছে। এছাড়া ৭০ থেকে ৮০ জন লোক মাটির কাজ করছে।

ঠিকাদার প্রতিষ্ঠান ইউনুস এন্ড ব্রাদার্সের প্রতিনিধি, রঞ্জু মিয়া জানান, সিরাজগঞ্জে ছোটখাটো কাজের মেয়াদ দেয় এক বছর। ওয়েডেনিং প্রকল্পের অনেক কাজ তো মেয়াদ শেষে শুরু করেছে।

অদৃশ্য কারণে কতিপয় অসাধু ব্যক্তিদের কারণে কাজটি আরও গতিশীল করা যাচ্ছেনা।

নির্দিষ্ট সময়ে কাজ কেন শেষ হলো না এবিষয়ে ইউনুস এন্ড ব্রাদার্স লিমিটেডের স্বত্বাধিকারী ঠিকাদার সাইফুল ইসলাম জানান,১১ কিলোমিটার কাজের মেয়াদ দিয়েছে ১ বছর। আবার ৩ কিলোমিটার কাজের মেয়াদ দিয়েছে ১ বছর। আমরা ইতিমধ্যে অনেক কাজ করেছি।

স্টাকইয়ার্ডে ডাব্লিউএমএম করার জন্য প্রায় দেড় লাখ সেঃপেঃ মালামাল মজুদ করেছি। ৬ কিলোমিটার বেড কেরিফাই প্রস্তুতি চলমান আছে। পেলাসেটিং এর কাজ চলমান আছে, ১০ কিলোমিটার মাটির ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে অবশিষ্ট মাটির কাজ চলমান আছে। রাস্তার ওয়েডেনিং এর কাজ শেষ হয়েছে। এখানে বক্স কাটিং, বালু ফিলিং ও সাববেজের কাজ শেষ হয়েছে। প্রায় ৪ কিলোমিটার ওয়েডেনিং কাজের বিল বকেয়া রয়েছে। ভাটায় মামলার বাবদ আরও প্রায় ২ কোটি অগ্রিম প্রদান করা আছে। আশা করছি, আগামী এক মাসের মধ্যে ৬০ শতাংশ কাজ শেষ হবে।

ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কনষ্ট্রাকশন লিমিটেডের কোনো প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এবিষয়ে সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান জানান, রাজশাহী বিভাগ ওয়াইডেনিং এন্ড স্ট্রেনদেনিং প্রকল্পের আওতায় কাজটি বাস্তবায়িত হচ্ছে। চলতি বছর বর্ষার আগে রাস্তাটির ওয়াইডেনিং এর সাববেজ এর কাজ প্রায় শেষ হয়েছে। বর্তমান শুকনা মৌসুমে ফুল স্পিডে কাজ করতে পারলে কাজটি শেষ করতে বেশীদিন সময় লাগবেনা। ঠিকাদারকে মানসম্মত ভাবে কাজটি দ্রুত সমাপ্ত করার জন্য জোর তাগাদা দেয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X