মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে অস্ত্র ও মাদকসহ দুই যুবক আটক

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:২৩ পিএম
অস্ত্র ও মাদকসহ দুই যুবক আটক
expand
অস্ত্র ও মাদকসহ দুই যুবক আটক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি (একনলা বন্দুক), কয়েকশ’ পিস ইয়াবা ট্যাবলেট, বিপুল পরিমাণ গাঁজা ও মোবাইল ফোন উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে ফটিকছড়ি থানা পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় ছিলোনিয়া গ্রামের হামিদের বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন— একই গ্রামের ওবায়দুল হকের ছেলে মো. এনামুল হক এবং নঈম উদ্দিনের ছেলে মো. সাকিব উদ্দিন (২২)।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম জানান, ইয়াবা বিক্রির গোপন তথ্য পাওয়ার পর পুলিশের একটি দল অভিযানে নামে। এ সময় এনামুল হকের কাছ থেকে একটি দেশীয় এলজি, কয়েকশ’ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। অপরদিকে সাকিব উদ্দিনের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় এনামুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা এবং দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X