

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন নির্বাচনকে সামনে রেখে মাগুরার মহম্মদপুর উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট।
পরিদর্শনকালে তিনি ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় সিসি ক্যামেরা সচল আছে কি না, বিদ্যুৎ ব্যবস্থা, কেন্দ্রের প্রবেশ ও বহির্গমন পথ, ভোটগ্রহণ কক্ষের নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
