

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরে অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক গৃহবধূকে ব্ল্যাকমেইল করে এক লাখ টাকা দাবি করার অভিযোগে এক যুবককে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
আটককৃত আসামি হলেন মোঃ সাজ্জাদুল ইসলাম বন্ধন (৩১)। তিনি মোঃ রফিকুল ইসলাম বাবলুর ছেলে। তার বাড়ি যশোর সদর উপজেলার কোতয়ালী থানাধীন বড় বালিয়াডাঙ্গা এলাকায়।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপে পরিচয়ের সূত্র ধরে আসামি কৌশলে ভুক্তভোগী নারীর ব্যক্তিগত অশ্লীল ছবি ও ভিডিও সংগ্রহ করে। পরে সেগুলো ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে একাধিকবার চাপ সৃষ্টি করা হয়।
একপর্যায়ে আসামি ভুক্তভোগীর অশ্লীল ছবি ও ভিডিও তার আত্মীয়ের ফেসবুক আইডিতেও পাঠিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে। এতে চরম মানসিক চাপের মুখে পড়ে ওই নারী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে যশোর কোতয়ালী মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩) ধারায় মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকালে গোপন তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে গত ১৮ জানুয়ারি গভীর রাতে শহরের রেল রোড থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
যশোর জেলা গোয়েন্দা শাখার এস আই শিবু মন্ডল জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। জব্দকৃত মোবাইল ফোন বিশ্লেষণে মামলার সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে রাখার আবেদন করা হয়েছে।
মন্তব্য করুন
