

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের রামুতে জমি বিরোধকে কেন্দ্র করে শ্রমিক লীগ নেতার হামলায় এক নারী নিহত হয়েছেন। নিহত রেহেনা আক্তার কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি ইয়াসিন আরফাত ছোটনের মা।
রোববার (১৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খেদারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি জহির আলম কালু পরিবারের সদস্যদের নিয়ে ছোটনের বাড়িতে যান। একপর্যায়ে সেখানে হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলার সময় দেশীয় অস্ত্র দিয়ে রেহেনা আক্তারকে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে বাকবিতণ্ডার একপর্যায়ে জহির আলম কালু তার হাতে থাকা কোদাল দিয়ে রেহেনা আক্তারের মাথায় আঘাত করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালানো হচ্ছে। এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
