

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে আশরাফুল মৃধা নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)।
রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টার সময় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়ন-(৪৭ বিজিবি)।
আটক আশরাফুল মৃধা দৌলতপুর উপজেলার শান্তিপাড়া এলাকার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার আনুমানিক সন্ধ্যা ৬টা ১০ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ দৌলতপুর উপজেলার চিলমারীর ডাক্তার পাড়া এলাকা থেকে ২৫ পিস ভারতীয় ইয়াবা,একটি মোবাইল ও নগদ ১৬০ টাকাসহ আশরাফুল মৃধাকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক আসামী ও মাদকদ্রব্যসহ দৌলতপুর থানায় মামলা দায়ের করত হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
