শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষতো ভুলের ঊর্ধ্বে নয়: আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৩:২১ পিএম
মুফতি আমির হামজা
expand
মুফতি আমির হামজা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোরকে নিয়ে মুফতি আমির হামজার কুরুচিপূর্ণ মন্তব্যের একটি ভিডিও বক্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এ নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এছাড়াও ওই বক্তব্য নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা বিএনপি।

এর প্রেক্ষিতে আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে মুফতি আমীর হামজা তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা দিয়ে দুঃখ প্রকাশ করেন।

ভিডিওটি তে তিনি বলেন, আমি হামজার কুষ্টিয়া, ২০২৩ অথবা ২১ সালের দিকে চট্টগ্রাম এলাকায় একটি মাহফিলে নামের সৌন্দর্য বোঝাতে গিয়ে শহীদ জিয়াউর রহমানের ছেলে আরাফাত রহমান কোকোর নামে যে কো কো শব্দটা আছে, এই শব্দটাকে বিকৃত করলে বা মুরুব্বি মানুষ যাদের দাঁত নেই তারা যদি এরকম নাম ধরে ডাকাডাকি করে।

অনেকের নাম আমি কু কু এরকম ডাকতে শুনেছি। সেই উদাহরণটা টানতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে আসলে চলে আসে এক দুই ঘন্টা কথা বলতে গিয়ে।

তিনি আরও বলেন,ওই সময়ই তারপরের দিন এটা আমি এটা সংশোধন করে নিয়েছি। ভুল স্বীকার করে। ভুল হলেই মানুষ স্বীকার করবে এটার মধ্যে কোন লজ্জা নেই অপমান নেই। ভুল হলে আমি স্বীকার করি। মানুষতো ভুলের ঊর্ধ্বে নয়।

আমির হামজা বলেন, এরপর আবার কিছুদিন পরে যখন এ নিয়ে কথা উঠেছিল। আমি আবার লাইভে এসে বলেছিলাম বিষয়টা আসলে অনাকাঙ্ক্ষিত। আমার ভুলের জন্য আমি মাফ চেয়েছি ক্ষমা চেয়েছি। সংশোধন করে নিয়েছি। আশা করছি আল্লাহ আমাকে মাফ করবেন।

হামজা আরও বলেন,কিন্তু এটাকে এত বছর পর যখন রাজনৈতিক স্বার্থের জন্য ভিডিওগুলো কাটছাঁট করে। এক ঘন্টা আগে কি বলেছি আধা ঘন্টা পরে কে বলেছি এগুলো নেই।

৮ সেকেন্ড ১৫ সেকেন্ড ভিডিও সামনে নিয়ে এসে যারা জাতির সামনে আমাকে চরিতার্থ করার চেষ্টায় আছে। তাদেরও তো কত ভুল হয় তাদের রাজনৈতিক নেতাদের নিয়ে কথা বলতে গেলে।

অন্যদিকে এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়া জেলা বিএনপি আববাহক কুতুব উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের “দাঁড়িপাল্লা প্রতিকের” প্রার্থী মুফতি আমীর হামজা সাহেবের একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

তাঁর বক্তব্যে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্যপ্রয়াত দেশমাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে একটা ইতর প্রাণীর সাথে তুলনা করা হয়েছে, যেটাতে আমাদেরকে ব্যথিত ও সংক্ষুব্ধ করেছে।

এরূপ অশালীন, কাণ্ডজ্ঞানহীন ভাষার ব্যবহার একজন ইসলামী বক্তার নিকট থেকে কোন ভাবে প্রত্যাশা করা যায় না।"

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,সভ্যতার সীমা অতিক্রম করে আমীর হামজা সাহেবের বর্ণিত বক্তব্যের বিরুদ্ধে কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। আমরা মনে করি তাঁর বক্তব্য উস্কানিমূলক ও চক্রান্ত মূলক । যেটা আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার শামিল। এই বিষয়ে আমরা নির্বাচন কমিশন সহ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X