

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও দলের উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেছেন, পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে চরমোনাইকে জোটের সমঝোতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, “ইসলামী আন্দোলনের নেতৃত্বেই জোট গঠনের উদ্যোগ হয়েছিল। অথচ আমাদের অন্ধকারে রেখে একতরফাভাবে সিদ্ধান্ত নিয়ে জোট থেকে আমাদের সরিয়ে দেওয়া হয়েছে। আজ অনেকে প্রশ্ন তুলছেন—চরমোনাই ঐক্য চায়নি। বাস্তবতা হলো, আমাদের কৌশলে বাদ দেওয়া হয়েছে।”
শনিবার (১৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের হলরুমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মাওলানা সিরাজুল ইসলাম আরও বলেন, “জোট থেকে সরে আসার ঘটনায় আমাদের আমীর পর্যন্ত কান্নায় ভেঙে পড়েছেন। কিছু দলের হঠকারী ও একতরফা সিদ্ধান্তের কারণেই জোট ভেঙে গেছে। এর ফলে ইসলাম ও দেশের বড় ক্ষতি হয়েছে, যার দায় সংশ্লিষ্ট সেই দলকেই নিতে হবে।”
তিনি দাবি করেন, প্রথমে আট দল নিয়ে জোট গঠিত হলেও পরে নতুন দল যুক্ত করার ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। “আমাদের সম্পূর্ণভাবে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা জোট টিকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু পরিকল্পিতভাবে আমাদের সরিয়ে দেওয়া হয়েছে,”—বলেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “আমরা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সংগ্রাম করে টিকে আছি। আমরা ইসলামের পক্ষে, দেশের পক্ষে। এমপি বা মন্ত্রিত্বের লোভে নির্বাচনে আসিনি। একটি আসনও না পেলে আমাদের কোনো আফসোস নেই। চরমোনাই মানুষের অধিকার আদায়ের জন্যই প্রতিদ্বন্দ্বিতা করছে।” এ সময় তিনি বরিশাল-৩ আসনে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।
নির্বাচনী প্রতিশ্রুতিতে তিনি বলেন, “আমি দুর্নীতিমুক্ত বরিশাল-৩ গড়তে চাই। বাবুগঞ্জ ও মুলাদীর যেসব এলাকায় এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি, সেখানে উন্নয়ন পৌঁছে দিতে চাই। নারী উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, দুই উপজেলায় নারীদের জন্য আলাদা দুটি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে, যেখানে পুরুষ কর্মী থাকবে না। “সরকারি বরাদ্দের একটি টাকাও আমার বা দলের কোনো নেতাকর্মীর পকেটে যাবে না। শতভাগ স্বচ্ছতার সঙ্গে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে,”—বলেন তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মাওলানা রহমতুল্লাহ মাতুব্বর এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা শামসুল হক।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় ইবতেদায়ী বিষয়ক সম্পাদক মাওলানা শেখ নজরুল ইসলাম মাহবুব, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা রাসেল হোসাইন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আহসান হাবীব বিশ্বাস, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সভাপতি মো. রেজাউল করিম রেজা, সহ-সভাপতি মো. বেলাল হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ আবদুল্লাহসহ দলীয় নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
