

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের মিরসরাইয়ে এক কিশোর ছাত্রের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে পৌরসভা মার্কেটের ছাদে সাখাওয়াত হোসেন (১৫) নামে এক দশম শ্রেণির শিক্ষার্থীকে ছুরি ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবার ফলের দোকানের জন্য নাস্তা কিনতে বের হলে তিনজন মুখোশধারী যুবক তাকে নাম ধরে ডেকে নেয়। পরে তাকে মার্কেটের ছাদে নিয়ে গিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।
হামলার পর প্রায় ২০ মিনিট অজ্ঞান অবস্থায় পড়ে ছিল সাখাওয়াত। জ্ঞান ফিরলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, তার শরীরে ২৬টি সেলাই দিতে হয়েছে।
আহত সাখাওয়াতের বাবা ইকবাল হোসেন বলেন,দিনের আলোতে এমন নৃশংস হামলা আমাদের পরিবারসহ পুরো এলাকার জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন
