

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরগুনার পাথরঘাটায় ইয়াবাসহ গ্রেফতার চরদুয়ানী ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছগীর ফরাজীকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) রাতে বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এসএম হুমায়ূন শাহীনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে দলের নীতি-আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থি কাজের অভিযোগ আনা হয়েছে।
ছগীর ফরাজী উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা এলাকার সেকান্দার আলী ফরাজীর ছেলে এবং চরদুয়ানী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
এসএম হুমায়ূন শাহীনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সগীর ফরাজি। আপনাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হইলো।
উল্লেখ্য, গত শনিবার কোস্টগার্ডের একটি বিশেষ টিম অভিযান পরিচালনার সময় পাথরঘাটা পৌরসভার ৬নং ওয়ার্ডের মহিলা কলেজ এলাকায় তাকে বহন করা মোটরসাইকেলের গতি রোধ করে তল্লাসী করার পরে ২৪১ পিচ ইয়াবাসহ আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে পাথরঘাটা থানায় হস্তান্তর করলে সেখান থেকে আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
মন্তব্য করুন
