বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বাহুবলে মধ্যরাতে কৃষিজমির টপ সয়েল রক্ষায় মোবাইল কোর্ট

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৪:৫৭ পিএম
কৃষিজমির টপ সয়েল রক্ষায় মোবাইল কোর্ট
expand
কৃষিজমির টপ সয়েল রক্ষায় মোবাইল কোর্ট

হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবৈধভাবে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগে মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে তাৎক্ষণিক ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি মাটি বহনকারী একটি ট্রাক্টর জব্দ করা হয়।

কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে-এর নেতৃত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলামের পরিচালনায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

বুধবার (১৪ জানুয়ারি) রাত ১০টা থেকে গভীর রাত ২টা পর্যন্ত উপজেলার লামাতাসী ও পুটিজুরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে অমৃতা গ্রামের আখলাস মিয়ার ছেলে সোহেল মিয়া (৩৫)-কে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মাটি বহনকারী ট্রাক্টরটি জব্দ করে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়।

অভিযানে বাহুবল মডেল থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন চন্দ্র দে বলেন, *“কৃষিজমির উর্বরতা ধ্বংস করে অবৈধভাবে টপ সয়েল কাটা পরিবেশ ও কৃষি উৎপাদনের জন্য মারাত্মক হুমকি। কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও কৃষিজমি সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X