বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

নুরের আসনে হাসান মামুনকে বিজয়ী করতে বিএনপি নেতাকর্মীদের শপথ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৩:৪৮ পিএম
হাসান মামুন ও নুরুল হক নুর। ছবি: সংগৃহীত
expand
হাসান মামুন ও নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে বিজয়ী করার লক্ষ্যে দশমিনায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন করে সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে। এ উপলক্ষে প্রায় তিন শতাধিক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের নেহালগঞ্জ বাজার এলাকায় নির্বাচনি কমিটি গঠন অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম শানু নেতাকর্মীদের শপথ পাঠ করান। অনুষ্ঠানটির ভিডিও ও ছবি বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ছাড়াও স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শপথবাক্যে মো. শাহ আলম শানু বলেন, “আমরা জনগণের স্বার্থে হাসান মামুনের পাশে থাকব। এই নির্বাচনে তাঁর হয়েই মাঠে থাকব এবং তাঁর নির্বাচন পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখব। কোনো প্রলোভন বা বিনিময়ের কাছে নিজেদের আদর্শ বিক্রি করব না। ইনশাআল্লাহ।”

এ শপথ অনুষ্ঠানের মাধ্যমে এলাকায় নির্বাচনী রাজনীতিতে নতুন আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X