বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানবপাচারকারীসহ চারজন আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

বুধবার সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত থেকে আটক করা হয় তাদের। এ সময় তাদের ভারতে যেতে সহায়তাকারী ‘মানবপাচার চক্রে‘ এক সদস্যকেও আটক করেছে বিজিবি। রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

আটককৃত মানবপাচারকারীর নাম মো. শাহিন। তিনি বকচর গ্রামের এবাদুল ইসলামের ছেলে। এছাড়াও অন্য আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদপুর-লহলামারির মো. মিজানুর রহমান, রাজশাহীর মহানগরীর আসাম কলোনীর শফিকুল ইসলাম মুন্না ও রংপুরের মিঠাপুকুর উপজেলার দূর্গাপুরের মো. তারাজুল ইসলাম।

বিজিবি অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বকচর সীমান্তের শূন্যরেখা থেকে ২০০ গজ দূরে বাংলাদেশের একটি গ্রামে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় মানবপাচারকারী মো. শাহিনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। বিজিবির জিজ্ঞাসাবাদে আটককারীরা জানিয়েছেন- তারা শাহিনের সহায়তায় ভারতের চেন্নাইয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। সেখানে রাজমিস্ত্রির কাজ করার জন্য তাদের পাঠানো হচ্ছিল।

বিজিবি অধিনায়ক আরও বলেন, আটক চারজনকেই চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X