

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই নারী মাদককারবারিকে আটক করা হয়েছে।
বুধবার ( ১৪ জানুয়ারি) সকালে যশোর সদর উপজেলার রাজারহাট এলাকার বি. কে. সিটি হোটেল অ্যান্ড রিসোর্ট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে মোট ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মধ্যে একজনের কাছে ছিল ৬ হাজার এবং অপরজনের কাছে ছিল ৮ হাজার পিস।
ডিএনসি সূত্র জানায়, আটক দুই নারী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং রেজিস্টার ক্যাম্পে বসবাস করেন। তারা নিজেদের রোহিঙ্গা নাগরিক বলে দাবি করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে যশোরে এসে তা স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করার পরিকল্পনা করেছিলেন।
ডিএনসি যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক পারভীন আখতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন নজরদারির পর বুধবার সকালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহজনক চলাফেরার কারণে তাদের তল্লাশি চালানো হলে শরীরে লুকানো অবস্থায় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, ইয়াবা পাচারের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্র এই ঘটনার পেছনে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আটক নারীদের মাধ্যমে ওই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে আটক আসামিদের যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
