বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ আটক ২

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম
হাতিয়া উপজেলায় দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজসহ দুই দুষ্কৃতিকারীকে আটক
expand
হাতিয়া উপজেলায় দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজসহ দুই দুষ্কৃতিকারীকে আটক

বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে নোয়াখালীর হাতিয়া উপজেলায় দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজসহ দুই দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে। এটি চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অংশ হিসেবে পরিচালিত হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বুধবার (১৪ জানুয়ারি) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি দল হাতিয়া থানাধীন ১ নং ক্ষিরোদিয়া ইউনিয়নের বলির ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকা থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধারসহ দুইজন দুষ্কৃতিকারীকে আটক করা সম্ভব হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।

জব্দকৃত আলামত এবং আটককৃত দুইজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও নিরাপদ রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধার, দুষ্কৃতিকারীদের আটক এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান চলমান রয়েছে। হাতিয়ায় এ সফল অভিযান স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X