বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় অবৈধ মালামাল ও মাদক উদ্ধার, আটক ২

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম
ভারতীয় অবৈধ মালামাল ও মাদক উদ্ধার
expand
ভারতীয় অবৈধ মালামাল ও মাদক উদ্ধার

কুষ্টিয়ায় সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে চালিয়ে ২ চোরাকারবারীকে আটক এবং ভারতীয় অবৈধ মালামাল ও মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টার সময় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

আটককৃতরা হলেন,কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা বাজার এলাকায় মৃত আঃ হান্নানের ছেলে মোঃ আসাদুজ্জামান সোহেল (৪৩) ও একই উপজেলার প্রাগপুর গরুরা ছমাদী পাড়া এলাকার মোঃ আলমগীরের ছেলে মোঃ আশিকুল(২৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিত বুধবার (১৪ জানুয়ারি) আনুমানিক ১২টা ৩০ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাংলাদেশের অভ্যন্তরে বাগুয়ান ডাংমড়কা বাজার নামক স্থান থেকে ভারতীয় ০৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বাংলাদেশী চোরাকারবারী মোঃ আসাদুজ্জামান সোহেল ও মোঃ আশিকুলকে আটক করা হয়। আটককৃত মাদকের আনুমানিক মূল্য ২ হাজার ৭০০ টাকা।

এছাড়াও আসামীসহ আটককৃত মাদকদ্রব্য দৌলতপুর থানায় মামলা দায়ের করত হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার(১৩ জানুয়ারি) কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ কাজিপুর বর্ডার পাড়া মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৩ বোতল মদ, ১ হাজার ৩০ পিস সিলডিনাফিল ট্যাবলেট এবং আজ বুধবার সকাল ৮টা ৩০ মিনিটের সময় একই স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪৮ কেজি জিরা ও ১টি বাইসাইকেল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৯৯ হাজার ৫০০টাকা।

উদ্ধারকৃত এসব মালামাল ও মাদকের আনুমানিক মুল্য ৪ লাখ ২ হাজার ২০০ টাকা।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান দমন এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে তারা দৃঢ় অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যভিত্তিক কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X