বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে মাদকসহ গডফাদার দম্পতিসহ ৭ জন গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০১:১৭ পিএম
এক ব্যক্তিসহ ৭ জনকে আটক
expand
এক ব্যক্তিসহ ৭ জনকে আটক

নরসিংদীর শিবপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, ইয়াবা, মাদকদ্রব্য ও নগদ টাকাসহ সন্ত্রাসীদের গডফাদার হিসেবে পরিচিত এক ব্যক্তিসহ ৭ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ২২টা ২৫ মিনিটে শিবপুর থানাধীন মদিনা জুট মিলস সংলগ্ন কারারচর, জাঙ্গাইলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেওয়া টহল দলের সদস্যরা ঘটনাস্থল থেকে সন্ত্রাসী কার্যক্রম ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের আটক করতে সক্ষম হন।

অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে একটি আগ্নেয়াস্ত্রসহ ২টি কার্তুজ, ৩টি পিস্তলের ম্যাগাজিন, ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৫ লাখ ৪০ হাজার ১০০ টাকা, ১৭টি মোবাইল ফোন (১৩টি স্মার্টফোন ও ৪টি বাটন ফোন) উদ্ধার করা হয়। এছাড়া ২টি সামুরাই, ৬ বোতল ফেন্সিডিল, ৯ বোতল বিদেশি মদ, ২টি নকল পিস্তল, ২টি রাম দা, ১টি ল্যাপটপ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—জামাল উদ্দিন খোকা (৭০), যিনি এলাকার সন্ত্রাসীদের গডফাদার হিসেবে পরিচিত। তিনি শিবপুর উপজেলার কারারচর গ্রামের বাসিন্দা। তার সঙ্গে একই গ্রামের বাসিন্দা স্ত্রী সেলিনা বেগম (৫০)কেও গ্রেফতার করা হয়।

এছাড়া গ্রেফতার অন্যরা হলেন—সম্পা (২৪), আলমগীর (৩৭), শামসুন নাহার (৫০), আজিজুল মিয়া (৩২) ও ফয়সাল মিয়া (২০)। তাদের বাড়ি শিবপুর উপজেলার বিভিন্ন এলাকায়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত মালামাল যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X