

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নির্বাচনে সহিংসতা এড়াতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে দায়িত্বরত পুলিশ সদস্যদের বডিঅন ক্যামেরা দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। এসময় তিনি বলেন, অবৈধ অস্ত্র দুই একটা করে ধরা হচ্ছে, তবে এখই সব উদ্ধার করা সম্ভব নয়।
শনিবার (১০ জানুয়ারি ) দুপুরে রংপুর পুলিশ লাইন্স স্কুলে মেট্রোপলিটন পুলিশ, জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ অফিসার ও সদস্যদের সাথে একটি বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিগত ১৫ বছরে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করার সমালোচনা করে বাহারুল আলম বলেন, বিগত দিনে পুলিশ অনেক গণবিরোধী কাজ করেছে, সেখান থেকে ফিরিয়ে এনে মনোবল ফেরানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সারাদেশে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ২৪ হাজার। এসব কেন্দ্রে যাতে কোন সহিংসতা বা বিশৃঙ্খলা না হয় সেজন্য পুলিশ সদস্যদের বডি অন ক্যামেরা দেয়া হবে। যা দিয়ে সব কিছু তদারকি করা সম্ভব হবে। এসময় আইজিপি পুলিশের কাজে সবাইকে সহযোগিতার জন্য অনুরোধ জানান।
মন্তব্য করুন
