

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কার্যক্রমে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে গণভোট, পোস্টাল ভোট ও নির্বাচনী আচরণবিধি বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান। সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ফাতেমা সভাটি সঞ্চালনা করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোছাম্মাৎ ফারহানা রহমান।
এছাড়া বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাস, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদমান সাকিব।
বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ, গণভোট ও পোস্টাল ভোটের সঠিক প্রয়োগ এবং সংশ্লিষ্ট সবার দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
