রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যৌন নির্যাতনের শিকার শিশুদের উদ্ধার ও সুরক্ষায় পুলিশের সক্ষমতা বাড়াতে যশোরে প্রশিক্ষণ

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১১:৩১ পিএম
যৌন নির্যাতনের শিকার শিশুদের দ্রুত অনুসন্ধান, উদ্ধার এবং ন্যায়বিচার নিশ্চিত করতে যশোরে পুলিশ কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
expand
যৌন নির্যাতনের শিকার শিশুদের দ্রুত অনুসন্ধান, উদ্ধার এবং ন্যায়বিচার নিশ্চিত করতে যশোরে পুলিশ কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ

যৌন নির্যাতনের শিকার শিশুদের দ্রুত অনুসন্ধান, উদ্ধার এবং ন্যায়বিচার নিশ্চিত করতে যশোরে পুলিশ কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) পুলিশ সুপারের সম্মেলনকক্ষে আয়োজিত এই প্রশিক্ষণে জেলার ২৫ জন পুলিশ কর্মকর্তা অংশ নেন।

অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) আয়োজিত প্রশিক্ষণটি ডাউন টু জিরো অ্যালায়েন্স বাংলাদেশ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়। এতে ডাচ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স, নেদারল্যান্ডস এবং ফ্রি অ্যা গার্ল সহযোগিতা করে। প্রশিক্ষণে শিশু নির্যাতন সংক্রান্ত মামলা পরিচালনায় শিশুবান্ধব পদ্ধতি, ভিকটিম উদ্ধার প্রক্রিয়া এবং আন্তঃদপ্তর সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম বলেন, নির্যাতনের শিকার শিশুদের ক্ষেত্রে পুলিশকে আরও সংবেদনশীল ও মানবিক হতে হবে। প্রতিটি থানার নারী ও শিশু হেল্প ডেস্ককে সক্রিয় রেখে ভিকটিম শিশুদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তিনি। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় বাড়ানোর কথাও বলেন।

প্রশিক্ষণে বিশেষভাবে মেয়েশিশু ভিকটিমদের নিরাপত্তা, প্রয়োজনীয় সেবা নিশ্চিতকরণ এবং বিকল্প পন্থায় সমস্যা সমাধানের বিষয়গুলো তুলে ধরা হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার ও অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব। উপস্থিত ছিলেন এসিডির প্রকল্প সমন্বয়কারী মনিরুল ইসলামসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X