

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টা থেকে উপজেলার চুনারুঘাট সদর, উবাহাটা, আহম্মদাবাদ ও দেওরগাছ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে কৃষি জমির উপরিভাগ থেকে মাটি কাটার সময় হাতেনাতে দুটি ট্রাক্টর জব্দ করা হয়। এ সময় ঘনশ্যামপুর এলাকা থেকে শফিকুল ইসলাম (৬২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা অন্যরা দ্রুত পালিয়ে যায়।
আটককৃত শফিকুল ইসলাম (৬২), পিতা মৃত আব্দুল গফুর, সাং ঘনশ্যামপুর, ২নং আহম্মদাবাদ ইউনিয়নকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪(গ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় জিজ্ঞাসাবাদ ও গোপন সূত্রে জানা গেছে, ঘনশ্যামপুর এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের সঙ্গে জড়িত কয়েকজনের মধ্যে শফিকুল ইসলাম অন্যতম।
এদিকে একই দিনে অপর এক অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত মো. সুমন মিয়া (পিতা ইদ্রিস আলী, সাং পানছড়ি, ৫নং শানখলা ইউনিয়ন) কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে চুনারুঘাট থানা পুলিশের একটি দল আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে। প্রশাসন সূত্র জানায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
