

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযান ‘ডেবিল হান্ট’-এ মাদক ও ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাংশা মডেল থানা সূতে জানা যায়, শুক্রবার (১০ জানুয়ারি) পাংশা থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামি সুজন সরদার (২৫) কে গ্রেপ্তার করা হয়। সে পাংশা পৌর শহরের মাগুরাডাঙ্গী গ্রামের খালেক সরদারের ছেলে।
এছাড়াও একই অভিযানে সজল শেখ (২৬) কে গ্রেপ্তার করা হয়। তিনি পাংশা উপজেলার শরিষা ইউপির বহলাডাঙ্গা (পশ্চিমপাড়া) গ্রামের অনাথ শেখের ছেলে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত সজল শেখ পাংশা থানার তালিকাভুক্ত একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী এবং সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন
