

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায় কৃষি জমি নষ্ট করে (সমতল) থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় জেলার তেঁতুলিয়া উপজেলায় দেবনগড় ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় ফসলি কৃষি জমি থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের সময় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় অভিযান পরিচালনাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সংশ্লিষ্টরা৷ তবে অভিযানকালে পরিবেশ বিধ্বংসী একটি অবৈধ মোডিফাইড ড্রেজার মেশিন, একটি পাম্প, পাইপসহ অন্যান্য আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। তবে
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম আকাশ, দেবনগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলেমান আলর, ইউপি সদস্য, গ্রাম পুলিশ এবং ময়নাগুড়ি বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু বিষয়টি নিশ্চিত করে বলেন,ঘটনাস্থলে সংশ্লিষ্ট অবৈধ মেশিনের মালিক উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য তেঁতুলিয়া মডেল থানা পুলিশকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া জনস্বার্থে পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
