

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের পশ্চিম মন্ডলভোগ এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। ঘটনাটি এলাকাজুড়ে চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নিহত ব্যক্তির নাম মো. বজলুর রহমান (৬০)। তিনি পশ্চিম মন্ডলভোগ গ্রামের স্থায়ী বাসিন্দা। তার ছেলে জুবায়ের (২৫) পেশায় একজন অটোরিকশাচালক। ঘটনার পর থেকেই অভিযুক্ত জুবায়ের পলাতক রয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার দুপুরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাবা বজলুর রহমানের সঙ্গে ছেলে জুবায়েরের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র ঝগড়ায় রূপ নেয়। ঝগড়ার একপর্যায়ে উত্তেজিত হয়ে জুবায়ের ঘরে থাকা একটি ধারালো ছুরি দিয়ে তার বাবাকে এলোপাতাড়ি আঘাত করে।
চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় বজলুর রহমানকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
চান্দপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল হক উজ্জ্বল বলেন, পারিবারিক বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। ঘটনার দিন কথা কাটাকাটির একপর্যায়ে এই দুঃখজনক ঘটনা ঘটে।
খবর পেয়ে কটিয়াদী মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভিযুক্ত জুবায়েরকে গ্রেপ্তারের জন্য একাধিক টিম মাঠে কাজ করছে। খুব দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। একইসঙ্গে এলাকায় বিরাজ করছে থমথমে পরিবেশ।
মন্তব্য করুন
