

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর (উত্তর) সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।
শনিবার সকালে শহরের মণিহার চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি চৌরাস্তা থানার মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে টার্গেট কিলিং শুরু করেছে। ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি থেকে শুরু করে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যাকাণ্ড একই ধারাবাহিকতার অংশ।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তারে প্রশাসন ব্যর্থ হওয়ায় একের পর এক হত্যাকাণ্ড ঘটছে।
অবৈধ টাকা ও অস্ত্র মজুদকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়াই এই পরিস্থিতির মূল কারণ। তিনি মুসাব্বির হত্যাসহ গত ১৫ বছরে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার এবং অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান।
সংগঠনের জেলা কমিটির সদস্যসচিব রাজিদুর রহমান সাগর বলেন, দেশের জনপ্রিয় নেতাদের টার্গেট করে হত্যা করা হচ্ছে।
যশোরে বিএনপি নেতা হত্যার শিকার হয়েছেন, জুলাইযোদ্ধা এনাম সিদ্দিকীর ওপর হামলা চালানো হয়েছে। সীমান্তবর্তী এই জেলায় এখনো অস্ত্রের ঝনঝনানি থামেনি। তিনি অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা জোয়ার্দার রয়েল, সদস্যসচিব খায়রুল বাশার সুজন, সদর উপজেলা আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্যসচিব রাজু আহমেদসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
