

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর, পল্লীবিদ্যুৎ ও আশপাশের একাধিক এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের একেবারে পাশে তিতাস গ্যাসের ভূগর্ভস্থ পাইপলাইন থেকে দীর্ঘদিন ধরে গ্যাস লিকেজ হয়ে আগুন জ্বলছে।
প্রায় দুই মাস ধরে প্রতিনিয়ত আগুন জ্বললেও এখনো গ্যাস সরবরাহ বন্ধ কিংবা স্থায়ী মেরামতের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে চরম ঝুঁকির মধ্যে রয়েছেন পথচারী ও আশপাশের শিল্পকারখানার হাজারো শ্রমিক।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর তিতাস গ্যাসের আঞ্চলিক কার্যালয়ের পাশেই প্রায় ৩০০ ফুট এলাকাজুড়ে গ্যাস লিকেজের কারণে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত সড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজারো যানবাহনের পাশাপাশি চলাচল করেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা। এমন পরিস্থিতিতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। আতঙ্কে দিন কাটাচ্ছেন শ্রমিক, যানবাহন চালক ও পথচারীরা।
এলাকাবাসীর অভিযোগ, বারবার তিতাস গ্যাস কর্তৃপক্ষকে অবহিত করা হলেও তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে না। দ্রুত গ্যাস লিকেজ বন্ধ করে স্থায়ী সমাধান না হলে বড় দুর্ঘটনা অনিবার্য বলে মনে করছেন তারা।
এদিকে শুক্রবার (১০ জানুয়ারি) আবারও গ্যাস লিকেজ থেকে আগুনের খবরে ঘটনাস্থল পরিদর্শনে আসে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তবে দুর্ঘটনার কারণ ও সমাধান বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কেউই স্পষ্ট কোনো বক্তব্য দিতে পারেননি।
এলাকাবাসীর দাবি, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত গ্যাস লিকেজ বন্ধ করে স্থায়ী মেরামতের উদ্যোগ নিতে হবে। অন্যথায় যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মন্তব্য করুন
