

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরের মণিরামপুরে আলোচিত রানা প্রতাপ বৈরাগী হত্যা মামলায় সন্দেহভাজন এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার সন্ধ্যায় তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম মিজানুর রহমান। তিনি মণিরামপুর উপজেলার কুমারঘাটা মনোহরপুর গ্রামের মৃত আব্দুল আজিজ সরদারের ছেলে।
পুলিশ জানায়, গত ৫ জানুয়ারি সন্ধ্যায় মণিরামপুর উপজেলার কপালিয়া বাজারে নিজ বরফকলে অবস্থান করছিলেন রানা প্রতাপ বৈরাগী।
এ সময় মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাকে ডেকে পাশের কপালিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে একটি গলিতে নিয়ে যায়। সেখানে খুব কাছ থেকে তার মাথায় গুলি করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত রানা প্রতাপ বৈরাগী নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবরের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। একই সঙ্গে তিনি একজন ব্যবসায়ী ছিলেন। এলাকাবাসীর দাবি, তিনি একসময় চরমপন্থি দলের সঙ্গে যুক্ত ছিলেন।
এ ঘটনায় নিহতের বাবা তুষার কান্তি বৈরাগী অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মনিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছেন ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান। তার নেতৃত্বেই অভিযানে মিজানুর রহমানকে আটক করা হয়।
পুলিশ বলছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
