

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি প্রস্তাবিত ব্রিজের সয়েল টেস্ট (মাটি পরীক্ষা) করতে গিয়ে ভূগর্ভস্থ গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার চরকিং ইউনিয়নের ভৈরব বাজার সংলগ্ন খালের পাড়ে এই ঘটনাটি ঘটে। বর্তমানে জননিরাপত্তার স্বার্থে গ্যাস নির্গমন বন্ধ রাখা হয়েছে।
স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসন জানায়, বিশ্বব্যাংকের অর্থায়নে 'হেলফ' প্রকল্পের আওতায় ভৈরব বাজার এলাকায় ৪৫ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এই প্রকল্পের ঠিকাদার সাইফুল ইসলাম শেখের তত্ত্বাবধানে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এলজিইডি-র অধীনে সয়েল টেস্টের কাজ শুরু হয়।
শ্রমিকরা ওই দিন প্রায় ১১২ ফুট গভীরতা পর্যন্ত খনন করে মাটি পরীক্ষার কাজ শেষ করেন। কাজ শেষে তারা চলে যাওয়ার পর শুক্রবার বিকেলে হঠাৎ ওই গর্ত থেকে তীব্র বেগে গ্যাস বের হতে দেখা যায়।
গ্যাস বের হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। কৌতূহলী জনতা সেখানে ভিড় জমান এবং গ্যাসের তীব্রতা নিশ্চিত করতে দেশলাই দিয়ে আগুন জ্বালান।
এতে গর্তের মুখ দিয়ে আগুনের শিখা জ্বলতে দেখা গেলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান বলেন, "আমরা স্বচক্ষে মাটির নিচ থেকে আগুন জ্বলতে দেখেছি। এটি যদি প্রাকৃতিক গ্যাস হয়ে থাকে, তবে আমাদের দ্বীপের জন্য বড় সুসংবাদ। তবে বিষয়টি দ্রুত বৈজ্ঞানিক পরীক্ষার আওতায় আনা জরুরি।"
হাতিয়া উপজেলা প্রকৌশলী এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান: প্রাথমিকভাবে গর্তের মুখ বন্ধ করে গ্যাস নির্গমন ঠেকানো হয়েছে।
বিষয়টি নিয়ে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। আগামী ১-২ দিনের মধ্যে বিস্তারিত তদন্তের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে পরবর্তী নির্দেশনা প্রদান করবেন।
মন্তব্য করুন
