

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের চকরিয়ার সাংবাদিকদের প্রাচীন সংগঠন (স্থাপিত ১৯৮০ইং) চকরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধা ৬টায় জনতা শপিং সেন্টারস্থ অস্থায়ী কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক বশির আল মামুন ও নির্বাচন কমিশনার সাংবাদিক মনসুর মহসিনের তত্ত্বাবধানে সম্পন্ন হয়।
এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি আব্দুল মজিদ (মানবকন্ঠ), সিনিয়র সহ-সভাপতি আরমান চৌধুরী (ইত্তেফাক), সহ-সভাপতি মোঃ ফরিদ বাবুল (যুগান্তর) , সহ-সভাপতি এম রায়হান চৌধুরী (আমাদের নতুন সময়)।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজমুল সাঈদ সোহেল (প্রতিদিনের সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম রুহুল কাদের(সাঙ্গু ও ডেসটিনি), সহ- সাধারণ সম্পাদক সাঈদী আকবর ফয়সাল (ভোরের ডাক) সহসাধারণ সম্পাদক নুরুল আমিন টিপু (ভোরের সময়) ।
অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর(গণসংযোগ), দপ্তর সম্পাদক ইউছুফ বিন হোছাইন (দৈনিক বাংলা), প্রচার সম্পাদক রাজু দাস(খবরের কাগজ), ক্রিড়া সম্পাদক জুলফিকার আলী ভুট্টো (NPB News), সাংস্কৃতিক সম্পাদক কামাল উদ্দিন( ভোরের আকাশ), পাঠাগার সম্পাদক আব্দুল করিম বিটু(জবাবদিহি) , আপ্যায়ন সম্পাদক কফিল উদ্দিন (নিরপেক্ষ), প্রকাশনা সম্পাদক সাদ্দাম হোসেন( নাগরিক সংবাদ), সমাজ কল্যাণ সম্পাদক রিয়াদ উদ্দিন(পর্যবেক্ষণ ও এনএনটিভি) তথ্য ও প্রযুক্তি সম্পাদক নুরুল ইসলাম সুমন (আমার সংবাদ), নির্বাহী সদস্য, একেএম বেলাল উদ্দিন (ডেইলি ইনড্রাস্টী) , বশির আল মামুন(এশিয়া এইজ), জহিরুল ইসলাম (কর্ণফুলী), সদস্য তৌহিদুল ইসলাম (বাংলাদেশের খবর), মোর্শেদ আলম (আলোকিত সকাল), শফিউল করিম সবুজ (সোনালী কন্ঠ), জাহেদুল ইসলাম রুবেল (কক্সবাজার বাণী), সহযোগী সদস্য আরফাত সানি (ঘোষণা), হোছাইন মোহাম্মদ সবুজ (সোনালী কন্ঠ), তানবিরুল ইসলাম (কক্সবাজার সংবাদ)।
নির্বাচন কমিশনার দৈনিক যুগান্তর প্রতিনিধি সাংবাদিক মনসুর মহসিন বলেন, উৎসব মুখর পরিবেশে সন্ধ্যা ৭টা থেকে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়ে রাত ৯টায় শেষ হয়। ভোট গণনা শেষে রাত এগারোটার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা সাংবাদিক বশির আল মামুন।
এতে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল মজিদ ও সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজমুল সাঈদ সোহেল। এই কমিটি আগামী ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত চকরিয়া প্রেসক্লাবের দায়িত্ব পালন করবেন।'
মন্তব্য করুন
