রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড় সীমান্তে মানব পাচারকারী আটক

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১০:৪৬ এএম
আবু হোসেন (৩০) নামে এক মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি
expand
আবু হোসেন (৩০) নামে এক মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে আবু হোসেন (৩০) নামে এক মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সাটিয়াপাড়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, আটক আবু হোসেন লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার কাঁঠালতলী গ্রামের আকবর আলী ছেলে।

বিজিবি জানায়,গোপন সংবাদে ভিত্তিতে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ৫৬ বিজিবি ব্যাটালিয়ের অধিনস্ত ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সুবেদার এ কে এম আলী আজাদের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে।

এ সময় অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ৭৪৯/এমপি হতে প্রায় ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, সাটিয়াপাড়া এলাকা থেকে মানব পাচারকারী আবু হোসেন কে আটক করে বিজিবি সদস্যরা৷

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মানব পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় বিজিবি।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ সিরাজুল ইসলাম, (পিএসসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ রোধে ৫৬ বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো মূল্যে এসব অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X