রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আমার নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির আসার কথা ছিল: ব্যারিস্টার ফুয়াদ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১০:১৪ এএম আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১০:১৫ এএম
কর্মী সভায় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
expand
কর্মী সভায় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ (আসাদুজ্জামান ভূঁইয়া) বলেছেন, শহীদ ওসমান হাদি আমার নির্বাচনী এলাকায় (বাবুগঞ্জ-মুলাদী) আসার কথা ছিলো। হাদি নিজেই নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার কথা ঘোষণা করেছিলো। কিন্তু দুঃখের বিষয় তার আগেই তিনি সন্ত্রাসীদের গুলিতে শহীদ হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পর তার নির্বাচনী এলাকা বাবুগঞ্জের ঘটকেরচর গ্রামে একটি কর্মী সভায় বক্তব্যকালে এ কথা বলেন।

তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদির দায়িত্ব আমাদের কাঁধে আছে। শহীদ ওসমান হাদির দায়িত্বটা যেন আমরা পালন করতে পারি। সেটা রক্ত দিয়ে না। সেটা হবে শরীরের ঘাম, শ্রম দিয়ে, সারাদিন রাত পরিশ্রম করে সেটার শোধ দিতে হবে। তাহলে আল্লাহর কাছে ওসমান হাদির রেখে যাওয়া আমানতের পুরস্কার আমরা পাবো‌।

এর আগে তিনি কর্মীদের উদ্দেশ্য বলেন, গ্রাম গঞ্জে অনেকেই ঈগল পাখি প্রতীক চিনেন না। আমাদের সবাইকে মোবাইলের মাধ্যমে ছবি দেখিয়ে ঈগল পাখি চিনাতে হবে।

সভায় স্থানীয় মুরুব্বি মোবারক হোসেন'র সভাপতিত্বে ও বরিশাল জেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি খলিলুর রহমান মিজানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম।

তিনি তার বক্তব্যে বলেন, আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের সিদ্ধান্ত চুড়ান্ত। তিনি দেশের বৃহত্তর জাতীয় স্বার্থে বরিশাল-আসনে আমাদের দলীয় প্রার্থীকে মনোনয়ন দাখিল করতে বারণ করছেন।

তিনি এখানে জোটের প্রার্থী (ঈগল) প্রতীকের ব্যারিস্টার ফুয়াদ ভাইকে দিয়েছেন। আমারা সবাই আগের চেয়ে দ্বিগুন উদ্যোমে ফুয়াদ ভাইকে নিয়ে নির্বাচনী মাঠে নামবো।

এ সময় আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা ছাত্রশিবিরে প্রচার সম্পাদক মোঃ শাহাদাত হোসেন,বাবুগঞ্জ উপজেলা ছাত্রশিবির সভাপতি মোঃ সৌরভ সরদার। উপস্থিত ছিলেন এবি পার্টির জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার জি এম রাব্বি, যুগ্ম আহ্বায়ক মেরিন ইঞ্জিনিয়ার সুজন তালুকদার যুগ্ম সদস্য সচিব ডাঃ তানভীর আহমেদ প্রমুখ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X