রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় অবৈধ ভারতীয় বিড়ি উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৪:৩২ পিএম
ভারতীয় বিড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ
expand
ভারতীয় বিড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ

কুষ্টিয়ায় পৃথক দুটি অভিযানে অবৈধ ও ভারতীয় মোট ৫ হাজার ৮৬৬ প্যাকেট বিড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)।

উদ্ধারকৃত এসব বিড়ির আনুমানিক মূল্য ৩ লাখ ১৯ হাজার ৯০০ টাকা।

শুক্রবার (০৯ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) আজ শুক্রবার সকাল ১০টা দিকে কুষ্টিয়ার ত্রিমোহনী বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৪ হাজার ২০৬ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করে।

এছাড়াও গতকাল বৃহস্পতিবার সীমান্তের চরচিলমারী এলাকায় থেকে ভারতীয় উৎপাদিত ১ হাজার ৬৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,উদ্ধারকৃত অবৈধ বিড়ির সর্বমোট মূল্য ৩ লাখ ১৯ হাজার ৯০০ টাকা। এসব মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X