রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সব দলের জন্য সমান সুযোগ বজায় রয়েছে: শফিকুল আলম

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৩:১৫ পিএম
expand
সব দলের জন্য সমান সুযোগ বজায় রয়েছে: শফিকুল আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত সব দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তাঁর ভাষ্য, নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তোলার মতো দৃশ্যমান কোনো ঘটনা এখনো ঘটেনি।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে। ছোট-বড় সব দলের জন্য সমান সুযোগ আছে। দু-একজন লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বললেও বাস্তব চিত্র ভিন্ন কিছু নির্দেশ করে না। দৃশ্যমান এমন কিছু ঘটেনি, যার ভিত্তিতে বলা যাবে যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।

ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গ টেনে প্রেস সচিব বলেন, বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ। ইসলামের শান্তির বার্তা এ দেশে এসেছে পীর-দরবেশদের হাত ধরে। অথচ সাম্প্রতিক সময়ে বিভিন্ন অজুহাতে মাজারে হামলার ঘটনা ঘটছে, যা নিন্দনীয়।

তিনি বলেন, বাংলাদেশ সব ধর্ম ও বর্ণের মানুষের দেশ। এখানে সবাই শান্তিপূর্ণভাবে সহাবস্থানে বিশ্বাস করে। এর আগে সকালে তিনি নগরীর জুবলী রোড এলাকার বুড়া পীরের মাজার ও থানার ঘাট এলাকায় অবস্থিত হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.)–এর মাজার পরিদর্শন করেন।

মাজারগুলোর নিরাপত্তা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল আগের তুলনায় বেড়েছে। মাজারের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বাড়ছে।

গণভোটের বিষয়ে প্রেস সচিব বলেন, সবাই যেন দলবলে গিয়ে গণভোটে অংশ নেন, সেটিই সরকারের প্রত্যাশা। তাঁর ভাষায়, ‘আমরা চাই, বাংলাদেশে আর যাতে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না হয় এবং দেশের সব মানুষের অধিকার অক্ষুণ্ন থাকে। অতীতের অপশাসন যেন আর ফিরে না আসে।’

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সাম্প্রতিক আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যুর পর জাতীয় শোক ঘোষণা করা হয়েছে এবং অনেকেই শোক বইয়ে সই করেছেন। এ বিষয়টি ঘিরে কেউ কেউ প্রশ্ন তুললেও বাস্তবে এমন কিছু ঘটেনি, যাতে বলা যায় নির্বাচনী সমতার পরিবেশ বিঘ্নিত হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X