রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০২:৪৫ পিএম আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৩:১২ পিএম
বাসে আগুন
expand
বাসে আগুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাস-অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষের পর অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত চারজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে দুই শিশু, একজন নারী ও একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বানিয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের পরপরই একটি বাসে আগুন ধরে যায়। ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের সময় মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে।

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর একজন নারী, একজন পুরুষ এবং দুই শিশুর মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X