

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র সংসদ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ের নির্বাচন জাতীয় রাজনীতিতে সরাসরি কোনো প্রভাব ফেলে না। তার মতে, এ ধরনের নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নির্বাচনের ফল নির্ধারিত হয় না।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়া এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সদ্য অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে ছাত্রদলসহ বিরোধী ছাত্র সংগঠনগুলোকে ক্যাম্পাসে কার্যক্রম চালাতে বাধার মুখে পড়তে হয়েছে। বিশেষ করে ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ড দীর্ঘদিন সীমিত ছিল। তবে তিনি আশা প্রকাশ করেন, সামনে বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক পরিবেশ আবারও ফিরবে।
তিনি আরও জানান, বিএনপি আগেই একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছিল এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিও সে দিকেই অগ্রসর হচ্ছে বলে তিনি মনে করেন।
উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবহেলিত এই অঞ্চলের উন্নয়নে ‘রাজশাহী বিভাগ উন্নয়ন বোর্ড’ গঠন করেছিলেন। এর মাধ্যমেই উত্তরাঞ্চলে শিল্পায়নের ভিত্তি গড়ে ওঠে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একই চিন্তাধারায় বিশ্বাসী। ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে পিছিয়ে পড়া উত্তরাঞ্চলের উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
তারেক রহমানের আসন্ন ঠাকুরগাঁও সফর সম্পর্কে মির্জা ফখরুল জানান, এটি মূলত একটি সৌজন্য ও শ্রদ্ধা নিবেদনের সফর। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের কবর জিয়ারত করতেই তারেক রহমানের এই আগমন।
এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঠাকুরগাঁওয়ের বড় মাঠে আয়োজিত গণদোয়া অনুষ্ঠানে তারেক রহমান অংশ নেবেন বলেও জানান তিনি।
এই সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে বড় মাঠে বিশাল মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজ শুরু হয়েছে। স্থানীয় নেতাদের দাবি, গণদোয়া অনুষ্ঠানে প্রায় এক লাখ মানুষের উপস্থিতি হতে পারে।
ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম জানান, অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন

